
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের এক সময়ের সবচেয়ে চর্চিত জুটি ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। ‘বচনা অ্যায় হাসিনো’র ছবির সেটে শুরু হওয়া প্রেমটা যতটা আকর্ষণীয় ছিল, শেষটাও ছিল ততটাই আকস্মিক। আজ তাঁরা দু’জনেই আলাদা জীবনে, আলাদা জুটিতে সুখী। কিন্তু এক সময়, রণবীরের অধুনা প্রয়াত ঠাকুরদা তথা বিখ্যাত বলি তারকা শাম্মি কাপুরের মনে ছিল এক বিশেষ ইচ্ছে—তিনি চেয়েছিলেন দীপিকা ও রণবীর একসঙ্গে জীবন কাটাক!
২০১০ সালে দেওয়া এক সাক্ষাৎকারে শাম্মি কাপুর বলেছিলেন এমন কিছু কথা, যা আজ ফের ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, দীপিকাকে কি তিনি রণবীরের জীবনসঙ্গী হিসেবে দেখতে চান, শ্যাম্মির জবাব ছিল, “ও কিছুদিন সিঙ্গলই থাকবে, তারপর সময় হলে আমি-ই বলব ওকে রণবীরকে বিয়ে করতে! ওরা দারুণ একটা জুটি, তাই না? ও লম্বা, রণবীরও লম্বা। ও সুন্দরী, রণবীরও হ্যান্ডসাম। আমাদের সময়ে এমন মেয়েরা ছিলই না!"
হ্যাঁ, এক নিঃশ্বাসে শ্যাম্মি কাপুর বলে গিয়েছিলেন তাঁর মনের কথা। দীপিকা তখন কেরিয়ারে ঊর্ধ্বমুখী এবং রণবীরও তখন সদ্য পা রেখেছেন ইন্ডাস্ট্রিতে। শ্যাম্মির বক্তব্যে উঠে এসেছিল একদিকে ভালবাসার আভাস, অন্যদিকে ঠাকুরদার মতো দূরদৃষ্টি। এমনকী, দীপিকাকে একদিন কফি পানের নিমন্ত্রণও জানিয়েও ছিলেন তিনি, এবং সে বিষয়ে সাফ বলেছিলেন—“আমরা লুকিয়েচুরিয়ে দীপিকাকে বাড়িতে আনিনি! ওকে কফি-আড্ডায় ডেকেছিলাম, পরে রণবীরও এসেছিল লাঞ্চে। আমার স্ত্রী ছিল, নাতনিরাও ছিল। খুব সুন্দর সময় কেটেছিল।”
রণবীর-দীপিকার প্রেমের রসায়ন ছিল বলিউডের বহু অনুরাগীর পছন্দের। কিন্তু ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন পেরিয়ে, সেই সম্পর্ক থেমে যায়।
আজ রণবীর বিবাহিত অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে—দুজনের ঘরে এসেছে কন্যা সন্তান রাহা। অন্যদিকে দীপিকা পাড়ুকোন ২০১৮ সালে বিয়ে করেন রণবীর সিংকে। সম্প্রতি তাঁদের ঘরেও এসেছে একরত্তি কন্যা—দুয়া। তবু রয়ে যায় এক অন্যরকম ভাললাগা, পুরনো দিনের স্মৃতির মতো। শ্যাম্মি কাপুরের সেই অদ্ভুত মিষ্টি ইচ্ছেটাও রয়ে যায় বলিউডের ইতিহাসে।
রণবীর কাপুর এখন ব্যস্ত নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে, যেখানে তিনি রাম চরিত্রে, সঙ্গে রয়েছেন সাই পল্লবী, যশ ও সানি দেওল। একইসঙ্গে সঞ্জয় লীলা ভংসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এও কাজ করছেন রণবীর, আলিয়া ও ভিকির সঙ্গে। অন্যদিকে, দীপিকা এখনও তাঁর পরবর্তী প্রোজেক্ট ঘোষণা করেননি, তবে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি শাহরুখ খানের ‘কিং’ ছবিতে মুখ্য নারী চরিত্রে থাকবেন।
এই সম্পর্ক, এই স্মৃতি, এই ‘হতে পারত’-এর গল্প বলিউডের ইতিহাসে চিরকাল রোমান্টিক এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আর শ্যাম্মি কাপুর? তিনি আজ নেই, কিন্তু রেখে গেছেন এমন এক অনুভব যা আজও পাঠকের মন ছুঁয়ে যায়—“তারা একসঙ্গে সুন্দর দেখাত।”
আচমকাই গুরুতর অসুস্থ ইমরান হাশমি, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি অভিনেতা, কী হয়েছে তাঁর?
আচমকা ‘কোন গোপনে মন ভেসেছে’ ছেড়ে বলিউডে পাড়ি মিশমির! বড়পর্দা না ওটিটি- কোথায় শুরু নতুন ইনিংস?
নদীর গল্প, অথচ সমাজের আয়না! আসছে ‘তোর্ষা একটি নদীর নাম’—ছোটদের চোখ দিয়ে বড়দের জাগরণ
প্রেম নাকি প্রতিশোধ? টাইগার-জাহ্নবী জুটির প্রথম ছবি ‘লগ যা গলে’র নেপথ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গল্প!
‘স্পিরিট’ বিতর্কে দীপিকার পাশে তমন্না! একটি শব্দও খরচ না করে এই অসাধ্য সাধন কীভাবে করলেন ‘বাহুবলী’ নায়িকা?
প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?
Exclusive: ‘যত দিন খিদে থাকবে, ততদিন মার্ক্স প্রাসঙ্গিক থাকবে’, ১৬ বছর পর মঞ্চে উঠেই সপাট সৃজিত!
'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?
সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?
‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?
‘হেরা ফেরি ৩’ চিত্রনাট্য-ই হাতে পাননি পরেশ রাওয়াল? অক্ষয়ের উদ্দেশ্যে ‘বাবু ভাইয়া’র আইনজীবীদের পাল্টা কী কী অভিযোগ?
৭৫ বছর বয়সেও জিমে 'হার্ডকোর' রাকেশ রোশন! বাবার কীর্তি দেখে এ কী বলে বসলেন হৃতিক?
‘তুই জানিস কাট্টা কি?’— শাহরুখের প্রেমের পথে বন্দুকের হুমকি দিয়েছিলেন গৌরীর পরিবারের কোন সদস্য?
'ও তো খুব দুষ্টু..'-তাব্বুকে চুমু খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল ঈশান খট্টরের? লজ্জা ভুলে কী বললেন অভিনেতা?
মিঠি নদীর সাফাই কেলেঙ্কারি! কোটি কোটি টাকার দুর্নীতিতে পুলিশি তদন্তে উঠল দিনো মোরিয়ার নাম!